অবিশ্বাস্য হলেও সত্যি চার দিন জেল খেটেছে আটটি গাধা। ভারতের উত্তর প্রদেশের জলায়ূঁতে এ ঘটনা ঘটেছে। সলে জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলেছিল গাধাগুলো। সেই অপরাধে চার দিন জেল হেফাজতে থাকতে হল ওই আট গাধাকে। পুলিশ জানিয়েছে, জলায়ূঁ জেলায় উরাই জেলের সামনে দামি গাছ লাগানো হয়েছিল। ওই গাধাগুলির মালিককে সতর্ক করা সত্ত্বেও তিনি তাদের সেখানেই ছেড়ে দেন। ফলে গাছ খেয়ে ফেলে তারা। পরবর্তীতে গাধাগুলোকে আটক করে পুলিশ। মালিকের অনুরোধেও তাদের ছাড়া হয়নি। সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় এক বিজেপি নেতার মধ্যস্থতায় সেগুলো ছাড়া পায়। সূত্র: আনন্দবাজার