নারী উদ্যোক্তাদের সব প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
মঙ্গলবার রাজধানীর আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নারী উদ্যোক্তা: সমস্যা ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া সচিব কাজী আখতারউদ্দিন আহমেদ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ার ও এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও অ্যাসোসিয়েসন অব গ্রাসরুটস ওম্যান এন্ট্রাপ্রেনিউয়ার্সের চেয়ারম্যান মৌসুমী ইসলাম