রোহিঙ্গা পরিস্থিতির কারণে বাংলাদেশ ভোগান্তিতে রয়েছে। চীনও ভোগান্তিতে আছে। গতকাল শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং এ মন্তব্য করেছেন। চীনের রাষ্ট্রদূত সম্প্রতি রাখাইন রাজ্যে সৃষ্ট পরিস্থিতির জন্য রোহিঙ্গাদের দায়ী করলেন। রাষ্ট্রদূত বলেন, গত ২৫ আগষ্ট রাখাইনে পুলিশের ওপর হামলার কারণে সহিংসতা শুরু হয়। এরপর রোহিঙ্গারা সীমানা পেরিয়ে বাংলাদেশে আসতে থাকে। এ পরিস্থিতির কারণে বাংলাদেশ ভোগান্তিতে রয়েছে। একইভাবে চীনও ভোগান্তিতে আছে। কেননা মিয়ানমারে চীনের বিনিয়োগ রয়েছে। এছাড়া বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) করিডোরও আছে। এ ঘটনার জন্য নিন্দা জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, আমরা আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে। এ পরিস্থিতিতে চীন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও নিবিড়ভাবে যোগাযোগ রাখছে বলে তিনি জানান।