হেঁটে চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে সুইজারল্যান্ডের জেরমাট শহরে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। গ্রাবেনগোফ্যের সঙ্কীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার ওপরে ‘অয়রোপাব্রু’ বা ‘ইউরোপের সেতু’ নামের এ সেতুটি ঝুলছে। জেরমাটে পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সেতুটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর আগে সেখানে যে সেতুটি ছিল সেটি ওপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গিয়েছিল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু এর আগে ছিল অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার ওপরে। ওই সেতুটি ছিল ৪০৫ মিটার লম্বা। বিবিসি।